প্রিয় পাঠক ধন্যবাদ আপনার অনুসন্ধানের জন্য এবং আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য। আপনি যদি ইতিমধ্যে অনুসন্ধান করে থাকেন গরু জবাই করার দোয়া ২০২৩ (অনেকে ভূল করে) তবে একদম সঠিক জায়গায় এসেছেন। আজকের আর্টিকেলের মাধ্যমে জেনে নিন। কোরবানির ঈদ পশু কোরবানি কোরবানির মাধ্যমে শিক্ষা গ্রহণ করে। গরু কুরবানী করার নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে নিচে গরু কোরবানি দেওয়ার দোয়া কোরবানির গরু জবাই করার দোয়া গরু কোরবানির বয়স সমূহ বিস্তারিত আলোচনা করব।
কুরবানির পশু জবাই করার সময় মুখে (উচ্চ স্বরে) নিয়ত করা জরুরি নয়। অবশ্য মনে মনে নিয়ত এ নিয়ত করা যে, ‘আমি আল্লাহর উদ্দেশ্যে কুরবানি আদায় করছি।’ তবে মুখে দোয়া পড়া উত্তম।
গরু জবাই করার দোয়া
কুরবানির পশু ক্বিবলার দিকে শোয়ানোর পর নিম্নোক্ত দোয়া পাঠ করুন–
اَللَّهُمَّ إِنِّي وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ عَلَى مِلَّةِ اِبْرَاهِيْمَ حَنِيفًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ – إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ – لَا شَرِيكَ لَهُ وَبِذَٰلِكَ أُمِرْتُ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ – بِسْمِ اللهِ اَللهُ اِكِبَر – اَللَّهُمَّ مِنْكَ وَ لَكَ
উচ্চারণ: ইন্নি ওয়াঝঝাহতু ওয়াঝহিয়া লিল্লাজি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। লা শারিকা লাহু ওয়া বি-জালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহুম্মা মিনকা ও লাকা।
যদি কেউ এ দোয়াটি না পারেন তবে ছোট্ট এ অংশটুকু পড়বেন-
بِسْمِ اللهِ اَللهُ اِكِبَر – اَللَّهُمَّ مِنْكَ وَ لَكَ
উচ্চারণ : বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা।
অতঃপর ‘বিসমিল্লাহি আল্লাহু আকবার’ বলে কুরবানির পশু জবাই করা।
কুরবানির পশু জবাই করে এ দোয়া পড়া-
উচ্চারণ : আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিও ওয়া খালিলিকা ইবরাহিমা আলাইহিমাস সালাতা ওয়াস সালাম।
নিজের পশু নিজে কুরবানি করলে পশু জবেহ করার পর এ দোয়া পড়া-
اَللهُمَّ تَقَبَّلْ لَهُ مِنِّى كَمَا تَقَبَّلْتَ مِنْ حَبِيْبِكَ مَحَمّدٍ وَّ خَلِيْلِكِ اِبْرَاهِيْم
উচ্চারণ : আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিও ওয়া খালিলিকা ইবরাহিম।’
অন্য কেউ কুরবানি বা অন্য কারো কুরবানি করলে এ দোয়া পড়া-
اَللهُمَّ تَقَبَّلْ لَهُ مِنِكَ-مِنْكُمْ كَمَا تَقَبَّلْتَ مِنْ حَبِيْبِكَ مَحَمّدٍ وَّ خَلِيْلِكِ اِبْرَاهِيْم
উচ্চারণ : আল্লাহুম্মা তাকাব্বালহু মিনকা-মিনকুম’ কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিও ওয়া খালিলিকা ইবরাহিম।’
কোরবানির পশু জবেহ করার নিয়ম
জবাই করার সময় পশু ক্বিবলামুখী করে শোয়ানো। অতঃপর (بِسْمِ اللهِ اَللهُ اَكْبَر) বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করা। ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ বলা পরিত্যাগ করলে জবাইকৃত পশু হারাম বলে গণ্য হবে। আর যদি ভুলবশত বিসমিল্লাহ ছেড়ে দেয় তবে তা খাওয়া বৈধ।
জবাই করার সময় কণ্ঠনালী, খাদ্যনালী, এবং উভয় পাশের দুটি রগ অর্থাৎ মোট চারটি রগ কাটা জরুরি। কমপক্ষে তিন যদি তিনটি রগ কটা হয় তবে কুরবানি শুদ্ধ হবে। কিন্তু যদি দু’টি রগ কাটা হয় তবে কুরবানি দুরস্ত হবে না। (হিদায়া) জবাই করার সময় ছুরি ভালভাবে ধার দিয়ে নেয়া, যাতে জবাইয়ের সময় পশুর অপ্রয়োজনীয় কষ্ট না হয়। যেমন- এক ছুরি দিয়ে জবাই শুরু করে চামড়া কিছু কাটার পর আর না কাটা অতপর আবার ছুরি পরিবর্তন করে জবাই করা ইত্যাদি।
শেষ কথা: সারাদেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। এ দিন আল্লাহর হুকুম এবং আনুগত্য প্রকাশের মাধ্যমে মুসল্লিরা পশু জবাই করবেন। তবে অনেকেই কুরবানির পশু জবেহ করার নিয়ম ও দোয়া জানেন না। যদিও হাদিসে এ সম্পর্কে রয়েছে সুস্পষ্ট নির্দেশনা।
হাদিসের বিখ্যাত গ্রন্থ বুখারি ও মুসলিম শরীফে বলা হয়েছে, ‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর নিজের কুরবানির পশু তাঁর নিজ হাতে জবাই করেছেন।’
নিজ হাতে পশু জবাই করা সবচেয়ে উত্তম কাজ। তবে কারো যদি সাহস না থাকে সেক্ষেত্রে যারা দক্ষ তাদের সযোগিতা নেওয়া যেতে পারে। এতে কোনো অসুবিধা নেই।
আশাকরি উপরিউক্ত আর্টিকেলের মাধ্যমে আপনি গরু জবাই করার দোয়া ২০২৩ (অনেকে ভূল করে) এ সম্পর্কে সঠিকভাবে অনুধাবন করেছেন। আপনার যদি এ বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে তবে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। যদি আমাদেরও কোনো ভূল থেকে থাকে তাও জানাবেন। ধন্যবাদ আপনাকে।