Alphabet কাকে বলে কত প্রকার ও কি কি?

Alphabet কাকে বলে? ইহা কত প্রকার ও কী কী?

ইংরেজিতে মোট ২৬ অক্ষর বা বর্ণ বা letter আছে। এগুলিকে একসাথে ইংরেজিতে Alphabet বলে ও বাংলায় একে বর্ণমালা বলে।

Alphabet প্রধাণত দুই প্রকার।

যথা-

  • Vowel স্বরবর্ণ
  • Consonant ব্যঞ্জণবর্ণ।

Vowel কাকে বলে?

যেসব বর্ণ বা অক্ষর বা letter নিজে থেকে উচ্চারিত হতে পারে কারো সাহায্য ছাড়াই তাকে Vowel বা স্বরবর্ণ বলে।

যেমন- all

Vowel কত প্রকার ও কি কি?

Vowel পাচটি ।

যথা-

  • A,E,I,O,U.

 

Consonant কাকে বলে?

যেসকল বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না তাদের Consonant বলে।

 

Consonant কত প্রকার ও কি কি?

  • Vowel ছাড়া বাকি ২১ টি অক্ষর সব Consonant.
  • Consonant একুশটি।
  • একটি শব্দে একটি Vowel আর সব গুলো Consonant হওয়া স্বাভাবিক।

যথা:

  • B,C,D,F,G,H,J,K,L,M,N,P,Q,R,S,T,V,W,X,Y,Z.

 

Examples:

  • Carry. C, r, r, and y are the consonants.
  • Story. s, t, r, and y are consonants.
  • Earning. r, n, and g are consonants.

 

 

Semi Vowel কাকে বলে ?

Semi – Vowel : ইংরেজী বর্ণমালার ‘W’ এবং ‘Y’ বর্ণদুটিকে Semi Vowel বা অর্ধ্বস্বর বলে।

 

Semi-Vowel কত প্রকার ও কি কি?

Semi Vowel দু প্রকার।

যথা-

  • WওY.

 

W এবং Y বর্ণদুটিকে Semi Vowel বলে কেন ?

কারণ :- ইংরেজী ভাষায় W এবং Y বর্ণদুটির আলাদা আলাদা ব্যবহার থাকার জন্য W এবং Y বর্ণদুটিকে Semi Vowel বলে।

 

W এবং Y কখন Vowel ও কখন Consonant হয় ?

W এবং Y যখন কোনো শব্দের প্রথমে বসে তথন Consonant হয়। আর যখন শব্দের মধ্যে বা শেষে বসে তখন Vowel হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *