Completing Sentence করার সহজ নিয়ম

Completing Sentence কাকে বলে ও এর সংক্ষিপ্ত নিয়ম

ইংরেজি ‘Complete’ অর্থ পূর্ণ করে ফেলা বা শেষ করে ফেলা। সুতারং ‘Completing’ অর্থ পূর্ণতার বা পূর্ণভাবে শেষ করা। অন্যদিকে ‘Sentence‘ অর্থ বাক্য।  বা বাক্য সম্পূর্ণ করা বা পূর্ণভাবে শেষ করা। বাক্যের কোনাে অংশ কে clause বা বাক্যাংশ বলে। Completing Sentence অর্থ বাক্য পূর্ণ করা।

কয়েকটি বাক্যাংশের সমন্বয়ে বাক্য গঠিত হয়। বাক্যের কোনাে অংশ দেওয়া থাকলে বাকি অংশটুকু অর্থ বিষয়, গঠণ ও ভাবগত ভাবে ইংরেজী গ্রামার (Grammar) ও টেন্স (Tense) এর নিয়ম অনুসরণ করে অর্থ অনুযায়ী পূর্ণভাবে সমাপ্ত বা শেষ করাকে completing Sentence বা বাক্য সম্পূর্ণ করণ বলে।

Completing Sentence গঠন এর সহজ ও শর্ট  নিয়ম

বাক্য বা Sentence কে সম্পূর্ণ করতে কিছু টেকনিক অবলম্বন করা যায়। কিছু কৌশল বা টেকনিক অনুসরন করে একি ধরনের একাধিক বাক্যকে সম্পূর্ণ করে প্রশ্নে পূর্ণ নম্বর পাওয়া সম্ভব। বাংলা ভাষায় আমরা ইচ্ছা মতাে বাক্যকে সম্পূর্ণ করতে পারলেও ইংরেজীতে দূর্বলতার জন্য অনেক সময় ইংরেজী বাক্য বুঝি না তাই সঠিক নিয়মে সম্পূর্ণ করতে পারি না।

সহজ, শর্ট, সংক্ষিপ্ত পদ্ধতি বা কৌশল বা রুলস (Rules) অনুসরণ করে আশাকরি দূর্বল ছাত্ররাও বাক্য কমপ্লিট বা সম্পূর্ণ করতে পারবে। নিম্নে Completing Sentence এর শর্ট (short) ও সহজ টেকনিক (technic) গুলাে ধারাবাহিক ভাবে তুলে ধরা হয়েছে। এখানে completing sentence এর সব বা সকল নিয়ম এক সাথে তুলে ধরা হলাে।

 

Rule-1:

Too——- to দ্বারা incomplete sentence কে complete করার নিয়ম:

গঠন: Subject + verb + too + adjective/ adverb + to + একটি সঙ্গতিপূর্ণ verb + object.

Incomplete: The girl is too silly …………

Complete: The girl is too silly to understand the simple matter.

 

Rule-2:

Too+ adjective/adverb + for + personal object ( me, us, you, them, him, her or any name) দ্বারা incomplete sentence কে complete করার নিয়ম:

গঠন: ‍Subject + verb + too+ adjective/adverb +for+ personal object+ to+ verb+ object.

Incomplete: The problem was too hard for them………..

Complete: The problem was too hard for them to solve.

 

Rule-3:

So…….. that (এতই যে)

Subject + verb + so+ adjective/ adverb + that + প্রথম Subject এর pronoun form + cannot/could not + একটি সঙ্গতিপূর্ণ verb + Object.

Incomplete: The patient is so weak that………

Complete: The patient is weak that he cannot walk.

 

Rule-4:

So that (যাতে)

Incomplete sentence + subject + may/ may not/ cannot, could not, might/might not + একটি সঙ্গতিপূর্ণ verb + object.

Incomplete: We eat food so that……

Complete: We eat food so that we can get strength.

 

Rule-5:

In order that (এতই যে)

So that এর মত in order that এর অর্থ যাতে বা যেন। সুতরাং এক্ষেত্রে নিয়মটিও So that এর মত।

Incomplete: Della went to a hair shop in order that…….

Complete: Della went to a hair shop in order that she could sell her hair.

 

Rule-6: 

Lest

Lest অর্থ যাতে না ঘটে, পাছে ভয় পায় যে। lest negative অর্থ প্রকাশ করে। অতএব lest দ্বারা যে Clause হয় তাতে No/not বসে না।

গঠণ: প্রথম থেকে Lest পর্যন্ত বসে + ‍subject + should/might + verb এর Present form + other words.

Incomplete: Read attentively test ……..

Complete: Read attentively test you should fall in the exam.

 

Rule-7:

Unless

Unless অর্থ যদি না (if….not) , unless এর পরের Clause টি Present tense হলে অপর clause এ subject এরপর will/clean বসে। আর past tense হলে would/might বসে।

incomplete: Unless she work hard……..

Complete: Unless she work hard she will not pass.

 

Completing Sentence এর নিয়ম

 

Rule-8:

Till/ Until

কোন একটি গঠনা ঘটা পর্যন্ত বা যে পর্যন্ত না সময় নির্দেশক ঘঠনা উল্লেখ করতে Till/until বসে। until শব্দটি Negative অর্থ প্রকাশ করে। until negative অর্থ প্রকাশ করে। অতএব until দ্বারা যে Clause হয় তাতে No/not বসে না অর্থাৎ Affirmative.

Incomplete: They will not go until…….

Complete: They will not go until the rain stops.

 

Rule-9:

As soon as

যেতে না যেতেই, করতে না করতেই, ঘঠতে না ঘঠতেই ইত্যাদি ক্ষেত্রে As soon as দ্বারা Complex sentence গঠন করা হয়। ‍As soon as এর পর দুটি Clause ই Past indefinite tense হয়।

Incomplete: As soon as the rain stopped……

Complete: As soon as the rain stopped they left the place.

 

Rule-10:

Thought/although, since/ as/ because (যেহেতু বা কারন অর্থে ব্যবহৃত হয়), if (যদি) যুক্ত Incomplete sentence কে Complete sentence করতে হলে এদের সাথে একটি অর্থবহ পূর্নাঙ্গ Sentence যোগ করতে হয়।

Incomplete: Though she is poor….

Complete: Though she is poor, she is large hearted.

 

Rule-11:

Would rather/ sooner/……. than এর অর্থ বরং বা তবুও।

গঠন: Subject + would rather/sooner + verb present form …… + that + verb/ noun.

Incomplete: I would rather die……

Complete: I would rather die than beg.

 

Rule-12:

No sooner had….. than, scarcely had…… when, hardly had….. when/before এ জাতীয় structure দ্বারা যেতে…… না যেতে, ‘ খেতে না খেতে, ’পৌছাতে না পোছাতে’ ইত্যাদি অর্থ প্রকাশ পায়। উপরের structure গুলোর পূর্ব পর্যন্ত এবং পরের অংশ হয়।

Incomplete: No sooner had I gone out……

Complete: No sooner had I gone out than he come.

 

Rule-13:

‘It is time (কোন কাজ করার উপযুক্ত সময় হয়েছে)

গঠন-১: It is time + (for+ noun/pronoun) to+ verb এর base form + ( other word)

Incomplete: It is time to…….

Complete: It is time to start the work.

 

গঠন-২:It is time + subject + verb এর past form ( other words) ( উপযুক্ত সময় পার হয়েছে এরুপ অর্থে বসে)

Incomplete: It is time

Complete: It is time we met the chairman.

 

Rule-14: 

As if/ As though (যেন)

As if/ as though এর প্রতম অংশ Present indefinite হলে পরের অংশ Past indefinite হয়।

আবার প্রথম অংশ Past indefinite হলে পরের অংশ Past perfect tense হয়।

কোন কিছু হওয়া বোঝাতে  unreal past এর অর্থ প্রকাশ করতে  As though/ as if এর পরে were বসে।

 

Rule-15: 

Had better/ would better এর অর্থ তবুও বরং ভাল । Had better যুক্ত ‍Sentence past tense হলেও তা মূলত past tense নয়। এটি unreal past হওয়ায় present/future এর অর্থ প্রকাশ করে। Had better এর পর Infinitive to বসে না। সর্বদা verb এর base form বসে।

গঠন: Subject + had better + verb এর base form + object.

Incomplete: You had better……

Complete: You had better leave the place.

 

Completing Sentence এর সহজ নিয়ম

 

Rule-16:

Who which, that, whom, whose প্রভৃতি যখন প্রধান প্রধান relative pronoun কোন incomplete sentence এ উক্ত relative pronoun গুলোর যে কোন একটি থাকলে উক্ত sentence টিকে complete করার সময় relative pronoun এর পরে তার antecedent অনুযায়ী verb বসিয়ে sentence টিকে complete করতে হয়।

Incomplete: The writer took a cabin which…..

Complete: The writer took a cabin which was small.

 

Rule-17:

Would that/ I wish

অসম্ভব  ইচ্ছা বা আকাঙ্খা প্রকাশ করতে would that/ I wish ব্যবহৃত হয়। এক্ষেত্রে verb এর subjunctive past tense হয়। অর্থাৎ Wish/ would that এর পরে subject + were বসে।

Incomplete: Would that he

Complete: Would that he were alive today.

 

Rule-18:

‘Would you mind’

would you mind যুক্ত incomplete sentence কে complete sentence করার সময় mind এর পরে একটি verb বসে যার সাথে ing যোগ করতে হয় + object.

Incomplete: Would you mind…..

Complete: Would you mind opening the door.

 

Rule-19:

Had + subject + verb এর past participle

Subordinate clause টিতে Had + subject + verb এর past participle থাকলে Principle clause টি perfect conditional হয়।

Incomplete: Had I passed the vas property…

Complete: Had I passed the vast property

 

Rule-20:

The place…….. where

প্রদত্ত  Incomplete sentence এ স্থান নির্দেশ করে Incomplete sentence এর শেষে where + subject + verb + other words.

Incomplete: A railway station is the place…..

Complete: A railway station is the place where trains stop.

 

Rule-21:

The time…… where

প্রদত্ত Incomplete sentence এ সময়ের উল্লেখ থাকলে  Incomplete sentence এর when + sub + verb + other words.

Incomplete: I have not so much time……

Complete: I have not so much time when the week begins.

 

Rule-22:

So much/ money….. that

so much দ্বারা পরিমাণ এবং So many দ্বারা সংখ্যা বোঝায় । So much/ so many দ্বারা যুক্ত Incomplete sentence কে complete করতে হলে Incomplete অংশের শেষে that + প্রথমে  subject আবারো বসে + verb + other words.

Incomplete: I have not so much time……

Complete: I have not so much time that i can accompany you all day.

 

Rule-23:

As long as এর অর্থ যতক্ষন।

As long as যুক্ত Incomplete sentence এর সাথে একটি পূর্ণাঙ্গ sentence যোগ করে প্রদত্ত incomplete sentence কে complete করতে হয়।

Incomplete: He worked as long as….

Complete: He worked as long as he could.

 

Completing Sentence এর সহজ ও শর্ট  নিয়ম

 

Rule- 24:

In spite of/ despite এর অর্থ সত্ত্বেও । এরুপে Sentence থাকলে এদের বিপরীতে অর্থবোধক Sentence দ্বারা প্রদত্ত incomplete অংশকে Complete করতে হয়।

Incomplete অংশের সাথে Subject + verb…….. বসে।

Incomplete: In spite of his poverty.

Complete: In spite of his poverty, he leads an honest life.

 

Rule-25:

চিন্তায় করা যায় না বা ভাবাই যায় না এরুপ অর্থে Let alone বসে।

Incomplete: He could not pass in the 3rd division,…..

Complete: He could not pass in the 3rd division, he failed in the examination.

 

Rule-26:

No sooner….. than

No sooner….. than যেতে না যেতেই, করতে না করতেই, পৌছাতেই না পৌছাতে না পৌছাতেই ইত্যাদি অর্থ বুঝাতে No sooner + had + verb এর past participle + other words + than + past indefinite

Incomplete: No sooner had we reached the station……..

Complete: No sooner had we reached the station than the train started.

 

Rule-27:

By + noun/gerund phrase ( কোন কিছু দ্বারা)

Incomplete: By working hard…….

Complete: By working hard you can succussed in life.

 

Rule-28:

Without + noun/gerund phrase ( কোন কিছু ছাড়া)

Incomplete: Without taking physical exercise,………

Complete: Without taking physical exercise, you cannot keep your body fit.

 

Rule-29:

Would rather ( বরং)

Subject + would rather + verb + than + verb + other words.

Incomplete: I would rather die…..

Complete: I would rather die than beg.

 

Rule-30:

Either…. or ( দুটির মধ্যে একটিকে বুঝাতে)

Incomplete: You will either dance…..

Complete: You will either dance or sing

 

Rule-31: 

Enough ( যথেষ্ট)

Subject + verb + Adjective/ Adverb + enough to + verb

Incomplete: He is qualified enough…..

Complete: He is qualified enough to get the job.

 

Rule-32:

Neither…..nor (দুটির মধ্যে একটিও না বুঝাতে)

Incomplete: He is neither adult …..

Complete: He is neither adult nor child.

 

Rule-33:

Not only….. But also (শুধু এটা না বরং ওটাও)

Incomplete: He is qualified enough…….

Complete: He is qualified enough to get the job.

 

Rule-34:

As…… as (যেমন/মত) অর্থাৎ সমান তুলনা বুঝাতে as + adjective + as + noun বসে।

Incomplete: He is as cleaver……

Complete: He is as cleaver as his father.

 

Rule-35:

So….. As ( অসমজাতীয় গুনের তুলনা বুঝাতে So+ adjective + as + noun বসে।

Incomplete: He is not so strong……

Complete: He is not so strong as Rakib.

 

Completing Sentence গঠন এর নিয়ম

 

Rule-36:

In the time when/ it the day when/ is the year when এর পরে কোন অভ্যাসগত ঘঠনা ব্যক্ত করতে verb এর simple present tense ব্যবহৃত হয়। কিন্তু অতিতে ঘঠে যাওয়া কোন ঘঠনা ব্যক্ত করতে verb এর simple past tense ব্যবহৃত করতে হবে।

Incomplete: Saturday is the day when….

Complete: Saturday is the day when week beings.

 

Rule-37:

Since যুক্ত sentence এর প্রথম Cleanse টি simple past বা present perfect হলে পরবর্তি clause টি  Simple past tense হয়।

Incomplete: It is five years since…..

Complete: It is five year since I met you last.

 

Rule-38:

কিন্তু Since যুক্ত ‍Sentence এর প্রথম clause টি  Simple past হলে পরবর্তি clause টি past perfect tense হবে।

Incomplete: It was five year since…..

Complete: It was five year since I had met you last.

 

Rule-39:

And (এবং)

সমধর্মী দুটো বক্তব্য বা একটি কাজের পর আর একটি কাজ সম্পন্ন হওয়া বুঝালে and ব্যবহার করতে হয়।

Incomplete: I was ill…

Complete: I was ill and I could not go to school.

 

Rule-40:

But (কিন্ত)

বপিরীত দুটি বক্তব্য প্রকাশ করতে But ব্যবহার করতে হয়।

Incomplete: He is poor…..

Complete: He is poor but he is honest.

 

Rule-41:

Or ( অথবা/নতুবা)

বিকল্প দুটি ইতিবাচক প্রস্তাব বা বক্তব্য প্রকাশ করতে or বসে।

Incomplete: He will come…..

Complete: He will come or I will go

 

Rule-42:

Nor(….)

দুটি নেতিবাচক প্রস্তাব বা বক্তব্য প্রকাশ করতে Nor বসে।

Incomplete: He did not come nor…..

Complete: He did not come nor Phoned.

Rule of Completing Sentence

Rule 43:

So

ফলাফল অর্থে and এর স্থলে So বসানো যায়।

Incomplete: He has lost he is purse…..

Complete: He had lost he is purse, so he is unhappy.

Rule-44:

Like ( মত)

সাদৃশ্য অর্থে or বসে।

Incomplete: She cooks…..

Incomplete: She cooks like her mother.

 

Rule-45:

Let alone

কোন কিছু তো দুরের কথা অর্থাৎ কল্পনার বাইরে বোঝাতে Let alone বসে।

Incomplete: They cannot travel by Bus…..

Complete: They cannot travel by Bus let alone a private car.

Rule-46:

In Case ( অর্থ যদি) কোন একটি কাজ ঘটার সম্ভবনা থাকলে In case ব্যবহৃত হয়।

Incomplete: I will keep an umbrella….

Complete: I will keep an umbrella with me in case it rains.

Rule-47:

There is no….

যদি there is no দিয়ে বাক্য শুরু হয় তবে there is no এর পরে But + verb এর সাথে s/es যুক্ত হয়।

Incomplete: There is no mother….

Complete: There is no mother but loves her child.

Some Rule of Completing Sentence

Rule-48:

Owing to/ due to (এদের অর্থ কারন)

Incomplete: I could not come yesterday due to……

Complete: I could not come yesterday due to illness.

Completing Sentence গঠন করার সহজ নিয়ম পিডিএফ (PDF) ডাউনলোড

PDF ডাউনলোডের জন্য ডাউনলোড বাটনে ক্লিক করুন।

কারেন্ট অ্যাফেয়ার্স - অক্টোবর ২০২১ (PDF)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *