ম্যানেজমেন্ট সাবজেক্ট রিভিউ (Management Subject Review Bangla)

আমরা সবাই জানি যে ম্যানেজমেন্ট বিষয়টি ব্যবসায় শিক্ষা অনুষদের একটা প্রথম সারির বিষয়। ব্যবসা শিক্ষা প্রশাসনের সকল শিক্ষার্থী জানে ব্যবস্থাপনা সার্বজনীন। তাই আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম ম্যানেজমেন্ট সাবজেক্ট রিভিউ (Management Subject Review Bangla) আপডেট নিয়ে। 

ছোট্ট পরিবার থেকে শুরু করে সব কিছুতে রয়েছে ব্যবস্থাপনার আবশ্যকতা। আর উক্ত কারণেই সক্রেটিস ব্যবস্থাপনাকে সর্বজনীন বলে আখ্যায়িত করেছেন। এখন আমরা জানবো ম্যানেজমেন্ট বিষয়ে কি কি পড়ানো হয় সে সম্পর্কে একটা তালিকা।

ম্যানেজমেন্ট বিষয়ে কি কি পড়ানো হয় 

  • ব্যবস্থাপনার সার্বিক নীতি
  • ব্যবস্থাপনার সার্বিক পদ্ধতি 
  • ব্যবস্থাপনার মডেল ও তত্ত্ব
  • হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট 
  • ই-বিজনেস
  • ফান্ডেমেন্টাল ওব সাইকোলজি 
  • গ্লোবাল মার্কেটিং 
  • বিজনেস ম্যাথ
  • মাইক্রো ইকোনমিকস
  • সাধারণ বিজ্ঞান ও পরিবেশ 
  • বাংলাদেশ শিক্ষা 
  • কম্পিউটার শিক্ষা 

এখন আমরা জানবো ব্যবস্থাপনা বিষয় নিয়ে পড়াশোনা করলে ভবিষ্যতে কি কি চাকরির সুযোগ সুবিধা পাবেন সে সম্পর্কে।

ম্যানেজমেন্ট বিষয়ের চাকরির ক্ষেত্রসমূহ

  • প্রাইমারি স্কুলের শিক্ষক (সরকারি ও বেসরকারি)
  • হাই স্কুলের শিক্ষক (সরকারি ও বেসরকারি) 
  • কলেজের শিক্ষক (সরকারি ও বেসরকারি)
  • বিশ্ববিদ্যালয়ের শিক্ষক (পাবলিক ও প্রাইভেট) 
  • ব্যাংকে চাকুরী 
  • মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকুরী 
  • বিসিএস দিয়ে শিক্ষা ক্যাডার সহ অন্যান্য সাধারণ ক্যাডারে চাকুরী
  • সকল প্রকার সাধারণ সরকারি চাকুরী 
  • সকল প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ের প্রশাসন কর্মী
  • অপারেশনাল রিসার্চার 
  • প্রোডাক্ট ম্যানেজার 
  • প্রোজেক্ট ম্যানেজার
  • স্টকব্রোকার
  • হিউম্যান রিসোর্স অফিসার 
  • লজিস্টিক এন্ড ডিস্ট্রিবিউশন ম্যানেজার 
  • মার্কেটিভ এক্সিকিউটিভ 
  • রিট্রেইল ম্যানেজার 
  • সেলস এক্সিকিউটিভ 
  • সিস্টেম এনালিস্ট 
  • ইউএক্স
  • ব্যবস্থাপক / পরিচালক 
  • ম্যানেজমেন্ট এনালিস্ট
  • কনসালট্যান্ট 
  • ম্যানেজেরিয়াল এডভাইজর 
  • অ্যাকচুয়ারিয়াল এনালিস্ট 
  • বিজনেস এনালিস্ট
  • চার্টার্ড ম্যানেজমেন্ট / একাউন্টেড
  • কর্পোরেট ইনভেস্ট ব্যাংকার 
  • ইনসুরেন্স  আন্ডাররাইটার 
  • ম্যানেজমেন্ট কনসালট্যান্ট 

ম্যানেজমেন্ট বিষয়ের ভবিষ্যৎ কেমন 

ম্যানেজমেন্ট বিষয়ের ভবিষ্যৎ উজ্জ্বল অন্যান্য বিষয়ের থেকে। কারণ সারা বিশ্বে এখন ব্যবসা-বাণিজ্য চলে। আর এই কাজটি সম্পাদন করার জন্য অবশ্যই একজন ম্যানেজমেন্ট বিষয়ে বিশেষায়িত লোকের প্রয়োজন। তাই যত দিন অতিক্রম হবে তত দিন ম্যানেজমেন্ট তার চাহিদা ধরে রাখতে পারবে।

আমরা সবাই ইতিমধ্যে অবগত যে ম্যানেজমেন্ট বিষয়টি প্রশাসন রিলেটেড একটা সাবজেক্ট। তাই এ বিষয়ে সবচেয়ে বেশি জানতে হয় কিভাবে একটা প্রতিষ্ঠান পরিচালনা ও নিয়ন্ত্রণ করতে হয় সে সম্পর্কে। নিঃসন্দেহে ম্যানেজমেন্ট বিষয়ে আপনি পড়াশোনা করতে চাইলে আপনাকে অনেক বেশি বুদ্ধিমান হতে হবে। আপনার প্রতিটি সিদ্ধান্তের উপর নির্ভর করবে প্রতিষ্ঠান সফলতা ও ব্যর্থতা।

এজন্য বুদ্ধিমত্তার সাথে সাথে আপনার আরেকটা গুণ প্রয়োজন সেটা হলো‌ মানসিকভাবে আরো বেশি শক্তিশালী হওয়া। এখন আমরা জানবো ম্যানেজমেন্ট বিষয় সম্পর্কিত আরো কিছু কিওয়ার্ড সম্পর্কে। প্রতিটি প্রতিষ্ঠানের প্রশাসনিক লেভেলে ম্যানেজমেন্ট বিষয়ে শিক্ষার্থীদের সাধারণত কর্মরত থাকেন। হয়তোবা আপনি জানেন ম্যানেজমেন্ট বিষয়টিকে ব্যবসায় শিক্ষা প্রশাসনের অন্যান্য বিষয়গুলোর ফাদার বলা হয়।

ব্যবস্থাপনা বিষয়ে পড়াশোনা করলে আপনি যদি সাথে তাল মিলিয়ে চলতে সক্ষম হবেন এবং জানতে পারবেন কিভাবে একজন মানুষকে ব্যবহার করে সুকৌশলে কাজ করে নেওয়া যায়।

তবে যাদের মনের মধ্যে এমন ধারণা রয়েছে যে ম্যানেজমেন্ট বিষয়টি তুলনামূলক সহজ তারা এখন পর্যন্ত ভুলের মধ্যে রয়েছেন। কারণ ম্যানেজমেন্ট বিষয়ে রয়েছে হিসাববিজ্ঞান , ফিন্যান্স ও ব্যবসায় গণিত কোর্স।

Leave a Comment