WH Question কাকে বলে ও গঠনের নিয়ম
WH Question কাকে বলে?
ইংরেজী ভাষায় যে Question এর শুরুতে Wh-words (what, who, which, where, when, why, whose, whom, how) থাকে এবং যে Question এর Answer কখনোই ‘হ্যাঁ’ অথবা ‘না’ হয় না, তাকে WH-Question বলে।
ইংরেজীতে প্রশ্ন করার জন্য WH Words এর বাংলা অর্থ জানা অত্যন্ত প্রয়োজন। WH- Words গুলোর আমেরিকান উচ্চারণ ও বাংলা অর্থ দেওয়া আছে, শুধু তিনটা মিনিট সময় দিন আশা করি WH- Words গুলোর বাংলা অর্থ জানা হয়ে যাবে।
WH Question গঠনের কিছু নিয়ম
I, me, we, us থাকলে WH Question করার সময় You বসাতে হয়।
My, mine, our থাকলে WH Question করার সময় Your বসাতে হয়।
Verb এর Present form হলে WH Question করার সময় Subject এর আগে do বসাতে হয়।
verb এর সঙ্গে s যুক্ত থাকলে WH Question করার সময় subject এর আগে does বসাতে হয়।
Verb এর past form হলে WH Question করার সময় Subject এর আগে did বসাতে হবে।
গঠন: Wh + auxiliary verb + sub +
verb…… + extension?
WH Question কয়টি ও কি কি?
WH এর মোট ছয়টি Relative Pronoun আছে যেগুলো ব্যবহার করে বিভিন্ন প্রশ্ন তৈরি করা হয়ে থাকে। এগুলোকে এক সাথে 5W 1H বলা হয়।
এগুলো হলোঃ What, When, Where, Why, Who and How.
WH Question গঠন করার সময় চারটি বিষয় লক্ষ্য করতে হয়
১. প্রদত্ত বাক্যটির মূল verb হিসাবে কি ব্যবহৃত হয়েছে
প্রথমেই লক্ষ্য করতে হয় প্রদত্ত বাক্যটির মূল verb হিসাবে কি verb ব্যবহৃত হয়েছে, কারন মূল verb হিসাবে যদি ’be’ verb অথবা ‘have’ verb ব্যবহৃত হয়, তবে তার জন্য
WH -question-এর গঠন প্রনালী:
WH + be/have verb + subject + বাক্যের অবশিষ্ট শব্দ / শব্দ সমষ্টি। আর মূল verb হিসাবে ’be/have’ verb ছাড়া অন্য কোন verb ব্যবহৃত হলে গঠন প্রনালী হবে: Wh + auxiliary verb + subject + main verb + বাক্যের অবশিষ্ট শব্দ / শব্দ সমষ্টি।
২. প্রদত্ত বাক্যটি কোন tense-এর
দ্বিতীয়ত: লক্ষ্য করতে হবে প্রদত্ত বাক্যটি কোন tense-এর, কারন tense ঠিক রেখে Wh-question-এর গঠন করতে হয়।
৩. প্রদত্ত বাক্যে কি কি pronoun ব্যবহৃত হয়েছে
তারপর লক্ষ্য করতে হয় প্রদত্ত বাক্যটিতে কি কি pronoun ব্যবহৃত হয়েছে, কারন Wh-question-এর গঠন করার সময় সাধারনত: first person-কে second person করতে হয় এবং second person-কে first person-এ পরিবর্তন করতে হয়। এর সাথে একটি বিষয় খেয়াল রাখতে হয়, তা হলো যদি ‘we’ বা ‘our’ শব্দ দ্বারা সকল মানুষকে বুঝানো হয়, তবে এ দুটি pronoun-কে পরিবর্তন করার প্রয়োজন হয় না।
৪. প্রদত্ত বাক্যের কোন তথ্যের (information) উপর WH-question গঠন করবো:
সবশেষে ঠিক করতে হয় প্রদত্ত বাক্যের কোন তথ্যের উপর WH-question গঠন করবো। এটি বাক্য পড়ে কোন বিষয় জানতে চাওয়া হয়েছে, তা বুঝার চেষ্টা করতে হয়। কারন তথ্য জানতে চাওয়ার জন্যই Wh-question গঠন করা হয়।
তাই, প্রদত্ত বাক্য হতে তথ্য সম্বলিত অংশটুকু চিহ্নিত করতে হয়। এর সাথে এ বিষয়টিও লক্ষ্য রাখতে হয়, যে তথ্যের উপর Wh-question গঠন করলাম, তা যেন গঠনকৃত Wh-question-এর মধ্যে না থাকে। অর্থাৎ প্রদত্ত বাক্যের যে তথ্যের উপর Wh-question করা হলো, তা Wh-question-এ থাকবে না।
Example:
এ বাক্যটিতে যে তথ্য দেওয়া আছে, তা হচ্ছে: Abdur Rahim. এই বাক্যটির Wh-question হবে: What is your name? লক্ষ্য করলে দেখা যাবে Wh-question-টিতে Abdur Rahim নাই।
নিম্নে কিছু WH Question এর গঠন প্রনালি নিম্নে দেয়া হল
Who- কে?
Who সাধারণত ব্যক্তিবাচক Singular ও Plural subject এর পরিবর্তে বসে।
যেমন:
Statement: Hasan is playing football.
WH Ques: Who is playing football?
Whom- কাকে?
আধুনিক ইংরেজিতে Whom এর পরিবর্তে Who বসানো যায়।
গঠন: Whom + auxiliary verb + subject + verb + extension +?
যেমন:
Statement: They meet the principle.
WH Ques: Whom did they meet?
Or, Who did they meet?
এছাড়াও with whom(কার সাথে), To whom(কার প্রতি), By whom(কার দ্বারা), For whom(কার জন্য) ইত্যদির ব্যবহার রয়েছে।
যেমন:
Statement: He goes to market with his father.
WH Ques: With whom does he go to
market?
Whose- কার?
গঠন: Whose + noun + auxiliary verb + subject + extension?
যেমন:
Statement: This pen is mine.
WH Ques: Whose pen is this?
What- কি?
গঠন: What + auxiliary verb + subject + extension + ?
যেমন:
Statement: He plays football.
WH Ques: What does he play?
Where- কোথায়?
গঠন: Where + noun + auxiliary verb + subject + verb + extension?
যেমন:
Statement: I am going to London.
WH Ques: Where are you going?
When- কখন?
গঠন: When + auxiliary verb + verb + subject + verb + extension + ?
যেমন:
Statement: He came at 5 p.m
WH Ques: When did he come?
Why- কেন?
গঠন: Why + auxiliary verb + subject + verb + extension + ?
যেমন:
Statement: He goes to Dhaka to learn English.
WH Ques: Why does he go to Dhaka.
Which- কোনটি?
সাধারণত Singular ব্যক্তি বা বস্তবাচক Subject ও Object এর পরিতর্তে বসে।
গঠন: Which + noun + auxiliary verb + subject + verb + extension?
যেমন:
Statement: I want this pen.
WH Ques: Which pen do you want?
How- কেমন?
গঠন: How + auxiliary verb + verb + subject + verb + extension?
যেমন:
Statement: They go to Dhaka by bus.
WH Ques: How do they go to Dhaka?
How many- কত গুলি?
গঠন: How many + noun + auxiliary verb + subject + verb + extension + ?
যেমন:
Statement: I have ten pens.
WH Ques: How many pens do u have?
How much- কতটুকু?
গঠন: How much + noun + auxiliary verb + subject + verb +extension + ?
যেমন:
Statement: I drink a little water.
WH Ques: How much water did you drink?
How long + কতক্ষন?
যেমন:
Statement: Our collage is open form 9am to 5 pm.
WH Ques: How long is your collage open?
How far- কতদূর?
যেমন:
Statement: Dhaka is sixty kilometer away from Gazipur.
WH Question: How long is your collage open?
How old (বয়স বুঝাতে)
যেমন:
Statement: Mr Hasan is fifty.
WH Question: How old is Mr Hasan?
How tall (উচ্চতা বুঝাতে)
যেমন:
Statement: Hasan is 6 meet tall.
WH Ques: How tall is hasan?
How deep? (গভিরতা বুঝাতে)
যেমন:
statement: The canal is 15 feet deep.
WH Ques: How deep is canal?
How cold ( ঠান্ডা বুঝাতে)
যেমন:
Statement: It is very cold today.
WH Ques: How cold is today?
How hot ( গরম বুঝাতে)
যেমন:
Statement: It is very hot today.
WH Ques: How hot is today?